আওয়ামী দুঃশাসনের অবসান অচিরেই হবে: এস এম জিলানী
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ইনশাআল্লাহ অচিরেই আওয়ামী দুঃশাসনের অবসান হবে। রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে আমাদের যেকোনো ত্যাগ স্বীকার করতে হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সুলেমান হলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারন সম্পাদক সৈয়দ মুনাজ্জির সিনিয়র সহ-সভাপতি ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসবে চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, মাসুম রাজ্জাক রুমেল, আব্দুস সামাদ তুহেল, সৈয়দ খিজির হোসেন এনু, তুহিন নাগ, আফসর খান, কামরান হোসেন হেলাল, কামরুল হাসান, আবুল কালাম সাহেদ, আবু সালেহ তাহের, মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক তানিমুল ইসলাম তানিম, ইয়াসিন হোসেন জয়, এম এ হাসান সাগর, আজিজুল হক সুজা প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলী আকবর খান।
শেয়ার করুন