বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিন চলছে।
বৃহস্পতিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী বাইপাস এলাকায় টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। তবে এসময় পুলিশ আসতে দেখে দ্রুত রাস্তা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের।
সকাল ১১টা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অবরোধকারীদের দেখা যায়।
এদিকে অবরোধের তৃতীয় দিন সকালে সিলেট মহানগরীর ভেতরে বিএনপি-জামায়াতের তৎপরতা খুব একটা চোখে পড়েনি। রিকশা-অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক। কিছু দোকানপাটও খুলেছেন ব্যবসায়ীরা।
সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ককের দক্ষিণ সুরমার উপজেলার কুতুবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা।
পরে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
এই মহাসড়কের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে মিছিল করতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিরকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে অবরোধের র্তৃতীয় দিনেও সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা সিলেটে প্রবেশ করতেও দেখা যায়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে পুলিশ প্রহরায় কয়েকটি বাস সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়।
শেয়ার করুন