সিলেট স্বেচ্ছাসেবক দল : হুংকার দিয়ে পরিচয় জানালেন ছাত্রলীগের রাজু

বাংলাদেশ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, লুটপাট, গোলাগুলি, দেশীয় অস্ত্র নিয়ে মহড়াসহ বিভিন্ন মামলা থেকে নিজেদের বাঁচাতে আওয়ামী লীগের দোসররা এবার বিএনপি নেতাদের ম্যানেজ করে জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের কমিটিতে আশ্রয় নিচ্ছে। এই দোসররা বিএনপির রাজনীতিকে কলঙ্কিত করতে এরা আওয়ামী লীগের এজেন্ট হয়ে দলে যোগদান করছে। এর প্রমানও মিলেছে। বুধবার সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬টি থানা শাখা কমিটি গঠনের পর অনুপ্রবেশকারিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। পদবঞ্চিত নেতা কর্মীরা নগরীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের ৬টি শাখা কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ জানাচ্ছে।

সিলেট স্বেচ্ছাসেবক দলের ৬টি শাখা কমিটিতে আওয়ামী লীগের দোসররা নানান কৌশলে বিএনপির এই সংগঠনে যোগদান করেছে। এমন খবর এখন সিলেটের “টক অব দি টাউন!”

ইতিমধ্যে আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদানের ঘটনায় বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করেছে। সেই সাথে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নন এমন অনেককে দলীয় পদ দেয়া নিয়ে ত্যাগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এই কমিটি নিয়ে যেকোনো সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাটল ধরতে পারে দলের ঐক্যে।

স্বেচ্ছাসেবক দলের শাহপরান থানা শাখা কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহবায়ক মো. গোলাম কিবরিয়া রাজু বিগত পতিত হাসিনা সরকারের আমলে ছিলেন নগরীর বালুচর এলাকার ত্রাস। তার বিরুদ্ধে জায়গা দখল, চাঁদাবাজি, লুটপাটসহ এমন কোন কাজ নেই সে সেই আমলে করেনি। বালুচরের এলাকার আরেক ত্রাস সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর হয়ে সে কাজ করতো এবং পরিচয় দিতো সিলেট জেলা ছাত্রলীগ নেতা। রাজু বালুচরের আরেক আওয়ামী লীগ নেতা গিয়াস মেম্বারের আপন ছোট ভাই।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট শাহপরান থানাধীন বালুচর এলাকার সামী ভেরাইটিজ স্টোরে গত ৫ই আগষ্ট সন্ধ্যা সাড়ে সাত টায় বালুচর এলাকার আওয়ামী লীগ নেতা মিজান, নাসির, স্বপন, শাহেদ, বাবলু, পাপলু, গোলাম কিবরিয়া রাজুসহ অজ্ঞাত ৭/৮ জন হামলা চালিয়ে দোকান ভাংচুর করে দোকানের প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় সামী ভেরাইটিজ স্টোর প্রোপাইটার আরব আলী ১৪ আগষ্ট শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৩/২৩৮। মামলাটি এখনও আদালতে চলমান। প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজু পলাতক হয়ে যায়। আজও সে পলাতক আসামী হয়েই ঘুরছে। সেই রাজু এবার নিজেকে মামলা থেকে বাচাঁতে কিছু লোভি নেতাদের ম্যানেজ করে স্বেচ্ছাসেবক দলের শাহপরান থানা শাখা কমিটিতে স্থান পেয়েছে!

কমিটিতে স্থান পেয়েই আবারো হুংকার দিয়ে নিজের পরিচয় জানালেন ছাত্রলীগের রাজু। ওই মামলার বাদী আরব আলীকে গতকাল বুধবার প্রানে হত্যার হুমকি দেয়। রাজু ও তার দলবল নিয়ে মামলার বাদিকে বলে, এখন তোর কোন বাবা তকে বাঁচাবে। দেখ আমি এখন বিএনপির নেতা। এনিয়ে মামলার বাদী তার জানমালের নিরাপত্তাহীনতায় আছেন। তিনি বলেন, সারাজীবন বিএনপি সমর্থন করলাম অথচ আজ আওয়ামী লীগের দোসর বিএনপি নেতা সেজে আমায় হুমকি দিচ্ছে।

এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনের মোবাইলে ফোন দিলে ফোন ব্যস্ত দেখায়।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা-হামলার শিকার ত্যাগী নেতৃবৃন্দদের পদ না দিয়ে অনুপ্রবেশকারি ও দীর্ঘদিন দলীয় কর্মকান্ড থেকে দুরে থাকা কর্মীদের মুল্যায়ন করাটা দলের জন্য হুমকি স্বরুপ। এই কমিটি নিয়ে যেকোনো সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাটল ধরতে পারে দলের ঐক্যে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *