সিলেটরে দুটি আসনে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আসনগুলো হলো- সিলেট-১ ও সিলেট-৩।
জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপরদিন সোমবার (২০ নভেম্বর) তিনি সংগ্রহ করেন সিলেট-১ আসনের মনোনয়নপত্র।
গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মিসবাহ উদ্দিন সিরাজ দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এছাড়া তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ও সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু কোনটিতেই মনোনয়ন পাননি।
একসময়ের তুখোড় ছাত্রনেতা মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে এক লাফে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর দাপটের সাথে তিনবার কেন্দ্রীয় এই দায়িত্ব পালন করেন।
শেয়ার করুন