দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪(গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সাংসদ(এমপি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার (২১ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে নির্ধারিত বুথে মনোনয়ন ফরম জমা দেন তিনি।টানা তিনবারের সাংসদ সদস্য ও ছয় বারের নির্বাচিত সাংসদ ৮ম বারের মত দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আছলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আলী আমজদ।কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল বিশ্বাস ও গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
এছাড়াও(কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন