সিলেট-৪ : সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করলেন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে প্রার্থী হতে চান বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থী হওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গোলাপ মিয়া বলেন, প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের। আরও স্মরণ করছি কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতাকে এবং ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের। আরো স্মরণ করছি আমার সিলেট-৪ আসনের সকল মুরব্বিয়ান, শিক্ষক, আলেম ও ছাত্র সমাজকে।
আপনারা জানেন, আমি ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার জন্য আমার নির্বাচনী এলাকার মানুষের সাথে মতবিনিময় করে প্রার্থীতা ঘোষণা করেছি। ছাত্রজীবনে সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী এবং ছাত্র থাকাকালীন সময়ে যুক্তরাজ্যে পাড়ি জমাই। লেখাপড়ার পাশাপাশি যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। আমার রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্রিস্টল শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচীতে নিজেকে সব সময় নিয়োজিত রাখি এবং দেশে অবস্থানকালীন সময়ে দলের হয়ে কাজ করি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণের পর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার পক্ষ থেকে কোন পদপদবিতে না থেকেও দলের তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা। আওয়ামী লীগের সাথে থেকে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সাধ্যমত কাজ করেছি। যার সুফল আমরা নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে পেরেছি।
তিনি বলেন, আপনারা জানেন করোনা মহামারীর সময়ে সারা বিশ্ব যখন দিশেহারা সেই সময়ে আমি আমার গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানীগঞ্জ উপজেলা সিলেট-৪ সংসদীয় আসনের মানুষকে সচেতন করার জন্য প্রতিটি বাজারে মাস্ক বিতরণ করি এবং মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করি। যখন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে ঠিক সেই সময়ে আমি টিম গঠন করে মানুষের ঘরে ঘরে খাদ্য বিতরণ করি ও চিকিৎসা সামগ্রী প্রেরনের ব্যবস্থা করি। করোনা কিছুটা স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা অসহায়ত্ব লাগবের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বেশ কিছু প্রতিষ্ঠানে আর্থিক ভাবে সাহায্য করি।
২০২২ সালে প্রলয়ংকরী বন্যা সিলেট ৪ সংসদীয় আসনে মানুষের নাজুক অবস্থা ও পানিবন্দি মানুষ দিশেহারা ঠিক সেই সময়ে তাদের উদ্ধারের জন্য নৌকা ভাড়া করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষকে পৌঁছে দেই এবং বিভিন্ন টিমের মাধ্যমে আশ্রয় কেন্দ্র সহ বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেই। একই সাথে বিভিন্ন বাজারে এবং উঁচু স্থানে খাদ্য সামগ্রী প্যাকেটিং করে প্রায় ৫ হাজার প্যাকেট খাদ্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে জনসাধারনের কাছে হস্তান্তর করি। বন্যায় আমার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানীগঞ্জে প্যাকেটিং করে খাদ্য সামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগসহ অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করি। উক্ত বিতরণে আমাকে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দর সার্বিক সহযোগিতা করে থাকেন।
প্রতিটি ঈদে জনসাধারনের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ সামগ্রী ও শাড়ী, লুঙ্গি বিতরণ করে থাকি। এ বছর ও প্রায় ৫ হাজার শাড়ী, লুঙ্গি বিতরণ অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলার সফল রাষ্ট্র নায়ক দেশরত্ব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যে কোন ত্যাগ এর জন্য আমি সর্বদায় প্রস্তুত আছি। দীর্ঘদিন জেলা উপজেলা আওয়ামী লীগের কমিটি হয় নাই, বিগত কিছুদিন পূর্বে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকালীন সময়ে আমাকে সহ-সভাপতি পদে অধিষ্টিত করা হয়। এর পরবর্তীতে সিলেট জেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয় সেখানে আমাকে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে মনোনিত করা হয়। উক্ত পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে আমি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ডে সাংগঠনিক মিটিংয়ে ও জাতীয়, স্থানীয় কর্মসুচীতে অংশগ্রহণ করি।
সংবাদ সম্মেলনে গোলাপ মিয়া বলেন, সিলেট-৪ গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ বাসীর দাবী আদায়ের লক্ষ্যে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা এবং ভিষন ২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সিলেট-৪ আসনের কর্মহীন মানুষের কর্মসংস্থান ও যোগাযোগের সু-ব্যবস্থা করনের জন্য আমার সংসদীয় আসনের মানুষ আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাংলার সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে আমি আমার প্রার্থীতা ঘোষণা করি। আমি আপনাদের দোয়া, ভালবাসা ও সার্বিক সহযোগিতা চাই। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *