সিলেট – ৫ আসনে নতুন চমক আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী

সিলেট

এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব রহ. এর সুযোগ্য কনিষ্ঠ ছেলে ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মনোনয়ন ফর্ম দাখিল করেছেন আজ বৃহস্পতিবার নভেম্বর  ৩০ তারিখে সংসদীয় আসন – ২৩৩ এ দীর্ঘ কয়েক বছর যাবৎ আপামর জনসাধারণের একটাই ইচ্ছে ছিলো আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী সাংসদ পদে নির্বাচন করবেন।
সব জল্পনা কল্পনা ছাড়িয়ে এইবার এই জনপদের এবং ইসলাম ও মুসলমানদের জন্য কাজ করতে সুযোগ তৈরি করে নিতে সাংসদ পদে নির্বাচন করতে যাচ্ছেন।

আল্লামা উজিরপুরী,আল্লামা ফরিদ উদ্দিন এমপির পরে আবারও আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী নতুন করে একজন আলেম হিসেবে জাতীয় নির্বাচনে আসলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *