সিলেট-৫ আসন নিয়ে এবার নাটকীয়তার অন্ত নেই। দিন দিন বদলাচ্ছে দৃশ্যপট। অদৃশ্য দুই জোটের সমঝোতার ভোটে নানা হিসাব চলছে। আসনটি চায় সবাই। প্রধান দল বিএনপি এ আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা না করার কারণেই সব নাটকীয়তা চলছে। এতে বিভ্রান্ত ভোটাররা। বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা মামুনুর রশীদ চাকসু মামুন হতে পারেন স্বতন্ত্র প্রার্থী। যদি এমনটি হয় তাহলে ভোটের শেষদিন পর্যন্ত এ আসনে নানা নাটকীয়তা অপেক্ষা করছে। গত দুইদিন ফেসবুক সয়লাব। এ আসনের জমিয়ত সমর্থকরা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ বলে শুকরিয়া আদায় করছেন। কেন এই শুকরিয়া আদায়? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল- এ আসনে জমিয়ত প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকই প্রার্থী হচ্ছেন। বিএনপি জোট থেকে তাকে প্রার্থী দেয়া হচ্ছে। জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি এবাদুর রহমান এ ব্যাপারে সরাসরি কোনো উত্তর না দিলেও জানিয়েছেন- জমিয়ত এ পর্যন্ত চার আসনে চারজন প্রার্থী পেয়েছে। এটা সবাই জানেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।
সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা, দরকষাকষি সবই হচ্ছে। এরপর কেন্দ্রের তরফ থেকে সব জানানো হবে। তবে গতকাল বিকালে কেন্দ্রের একাধিক নেতা মানবজমিনকে জানিয়েছেন- সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থিতা প্রায় চূড়ান্ত। কেবলমাত্র ঘোষণা বাকি। এখন প্রশ্ন হচ্ছে জমিয়ত জোটবদ্ধ নির্বাচনে গেলে অন্তত ১০টি আসন চায়। চারটির নিশ্চয়তা পাওয়া গেলেও বাকিগুলো নিয়ে সিদ্ধান্ত না আসায় বলা যাচ্ছে না জমিয়ত জোটবদ্ধ নির্বাচনে যাবে না এককভাবে নির্বাচন করবে। বিষয়টি নিয়ে আজ-কালের মধ্যে ঢাকায় জমিয়তের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এই বৈঠকেই চূড়ান্ত হবে জমিয়তের সিদ্ধান্ত। দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী জানিয়েছেন- সিলেট-৫ ও সিলেট-৪ হচ্ছে জমিয়তের অগ্রাধিকার। ভোট এলে দু’টি আসনই জমিয়তের কাছে সমান্তরাল হয়ে যায়। এবার দু’টি আসনই চায় জমিয়ত। এ বিষয়ে দলের ভেতরে বেশির ভাগ নেতাকর্মীর ঐকমত্য রয়েছে। এদিকে সিলেট-৫ আসনটি এবারের নির্বাচনের শুরু থেকেই নানা ভাবে আলোচনায়। স্থানীয় বিএনপি চেয়েছিল এবার তাদের নিজের প্রার্থী। সেটি হয়তো হচ্ছে না। তবে মাঠ ছাড়ছেন না জেলা বিএনপি’র প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। তিনি এবার বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫