রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু।
গত শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
প্রথম দিন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট বিভাগের ১৭৩ জন। তাদের মধ্যে একজন হচ্ছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু। সিলেট-৬ আসনে নৌকা নিয়ে লড়তে চান তিনি।
সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
শেয়ার করুন