সিলেট-৬ আসন: বিএনপির বিকল্প প্রার্থী ফয়সলের মনোনয়ন স্থগিত, ইমরান বৈধ

বাংলাদেশ
সিলেট-৬ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তবে যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে ত্রুটি থাকায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

 

এ আসনে গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানের মনোনয়নপত্রও স্থগিত করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *