সিসিক’র আনসারদের ব্যক্তিগত নিরাপত্তায় ব্যবহার করেছেন আরিফ

সিলেট

সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনা ও নগরভবন সুরক্ষায় দেয়া আনসার সদস্যদের মধ্য থেকে পাঁচজন সদস্যকে নিজের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তায় নিযুক্ত করেছিলেন মেযর আরিফ। এই পাঁচজনকেই নগরভবনের দায়িত্বে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট আলী রেজা রাব্বাী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানান।

তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, আনসার প্রত্যাহার নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করেছেন। তিনি বলছেন, সরকার নিয়ম বহির্ভূতভাবে তার নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করেছে।

কিন্তু বাস্তবতা হচ্ছে,  সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নগরভবন ও নগরভবন সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তার জন্য ২৪ জন আনসার সদস্য মোতায়েন করেছিল।

কিন্তু মেয়র তাদের মধ্য থেকে ৫ জনকে নিয়ম বহর্ভিূতভাবে নিজের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তায় ব্যবহার করতে থাকনে।

বিষয়টি সিলেট আনসার ও ভিডিপি কার্যালয় জানার পর এই পাঁচজনকে আবার নগরভবনের দায়িত্ব পালনের জন্য ফিরিয়ে এনেছে।

এ সংক্রান্ত বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সরকারকে দায়ী করে যেসব বক্তব্য রাখছেন তা বিভ্রান্তিকর। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মেয়রের  ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তার জন্য কখনই কোন আনসার সদস্য মোতায়েন করা হয়নি।

তিনি মেয়রের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *