সিসিকের বাজেট ঘোষণা শুরু

সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬অক্টোবর) দুপুর ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ একটি ইন্টারন্যাশনাল কনভেশন হলে রুমে সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ পরিচালনায় ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেটের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী

জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরে ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।

এরআগে ২০২১-২২ অর্থবছরের জন্য সিসিকে সমপরিমাণ আয় ও ব্যয় ধরে মোট ৮৩৯ কোটি ২০ লক্ষ ৭৬ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল।

চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর।স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *