সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে সহায়তা চায় বিজিবি

জাতীয়

দেশের যেকোনো সীমান্ত দিয়ে পালানো ঠেকানোর জন্য সবার সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়াও অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিজিবির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।’

এ ছাড়াও সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মোবাইল নম্বর দুটি হলো- ০১৭৬৯-৬০০৬৮২ এবং ০১৭৬৯-৬২০৯৫৪।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *