সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে

জাতীয়

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ কমেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশিত হয়।

এতে দেখা যায়, ২০২২ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থজমার পরিমাণে কমে ৫৫.২ মিলিয়ন সুইস ফ্রাঁ বা প্রায় ৫৪০ কোটি টাকায় নেমে এসেছে। আগের বছরের চেয়ে মোট আমানত কমেছে ৯৩.৭ শতাংশ বা ৮৭১.১ মিলিয়ন ফ্রাঁ।

আলোচ্য বছরে মোট আমানত কমলেও, ব্যক্তি পর্যায়ের আমানতের পরিমাণ ৩৫.৩ শতাংশ বেড়ে ৩৫.৪ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ৩৪৮.৪ কোটি টাকা হয়েছে। যা আগের বছরে ২০২১ সালে ছিল ২৬.৩ মিলিয়ন সুইস ফ্রাঁ।

২০২২ সালে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সুইস ব্যাংকে ১৯.৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁ’র সমপরিমাণ অর্থ আমানত রাখে। এক বছর আগে যা ছিল ৮৪৪.৫ মিলিয়ন ফ্রাঁ।

এসএনবির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি জমা রয়েছে ভারতীয়দের অর্থ। সেটাও ১১.২ শতাংশ কমে ৩,৪০০ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে।

সুইস ব্যাংকে মোট আমানতের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এক বছরে আমানত পতনের সর্বোচ্চ রেকর্ডও বাংলাদেশের। এরপর আফগানিস্তানের ৭৭.৫ শতাংশ এবং পাকিস্তানের ৪৫ শতাংশ কমেছে বার্ষিক আমানত।

দক্ষিণ এশিয়ার মধ্যে সুইস ব্যাংকে নেপাল থেকে আমানতের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে। ২০২২ সালে যা ৬২ শতাংশ বেড়ে ৪৮২ মিলিয়ন সুইস ফ্রাঁ’তে উন্নীত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *