সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মানবিক গুণাবলী সম্বলিত সুদক্ষ জেলা প্রশাসক —মুহিবুর রহমান মানিক এমপি

সুনামগঞ্জ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক-দোয়ারাবসজার নির্বাচিত এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মানবিক গুণাবলী সম্বলিত সুদক্ষ একজন কর্মকর্তা। শতাব্দির ভয়াবহ বন্যার দূর্যোগপূর্ণ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছেন। একজন মানবতাবাদী কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জের মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের বিদায় সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের উপস্হাপনায় বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত বিদায় সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল- তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা, ছাতকের সহকারী কমিশনার(ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমদ, ছাতক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান মিলন খান, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন প্রমুখ। অনু্ষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, দোয়ারা বাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম,আবুল হাসনাত, আবু বকর সিদ্দিকসহ ছাতক ও দোয়ারাবাজারের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সকল শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কোন জেলা প্রশাসককে দেয়া বিদায় সংবর্ধনা এটাই প্রথম। বিদায় বেলায় সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ, প্রশাসন ও জনসাধারনের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *