দিরাই সুনামগঞ্জঃ-
সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন বরাম হাওরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর সংবিধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জনি রায়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরীফুল আলম ও দিরাই থানা পুলিশ সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনা কালে ৫০,০০০মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ১০০০মিটার টানা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। অবৈধভাবে মৎস্য আহরণের জন্য একজনকে ১০০০টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শরীফুল আলম, তিনি বলেন অভিযান অব্যাহত আছে এবং হাওয়রের পানি না কমা পর্যন্ত অভিযান চলমান থাকবে।