সুনামগঞ্জের মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর)  রাত সাড়ে ১০ টার দিকে শান্তিগঞ্জে উপজেলার গাগলি নামক স্থানে দিরাই- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও ট্রলির মুখামুখি সংঘর্ষের এই ঘটনাটি ঘটে৷ নিহত হলেন শান্তিগঞ্জ উপজেলার কুমড়াইল গ্রামের জমসেদ মিয়ার ছেলে আক্তার মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুমড়াইল গ্রামের জমসেদ মিয়ার পুত্র আক্তার মিয়া মোটরসাইকেলে ২ জন আরোহী নিয়ে দ্রুতগতিতে গাগলি নামক স্থানে আসার পর ট্রলির সঙ্গে মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে আক্তার মিয়া নিহত হন। গুরতর আহত আবু সুফিয়ান ও সোয়েব হোসেনকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, গাগলিতে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছেন এবং আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *