সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি হাওর থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের টগার হাওর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
মধ্যনগর খানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল সাতটার উপজেলার বলরামপুর গ্রামের সামনে থাকা টগার হাওরে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরুল ইসলাম। পরে তিনি বিষয়টি মধ্যনগর থানার পুলিশকে জানান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, অজ্ঞাতনামা ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
শেয়ার করুন