সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় প্রতিবন্ধী মেয়েকে (২২) গলা কেটে হত্যার অভিযোগে মা আছিয়া বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
হাজী পাড়ার বাসিন্দা হোসেন আলী বলেন, আমি প্রতিবন্ধী মেয়েটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক নারীর কান্নার শব্দ পেয়ে ঘরে গিয়ে দেখি ওই নারী গলা কাটা মেয়েটির পাশে বসে কাঁদছে। পরে আমি বাইরে বের হয়ে চিৎকার দিলে স্থানীয়রা মিলে পুলিশকে খবর দেয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২২ বছরের এ প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন মা। করোনায় মেয়েটির বাবা মারা গেছেন। সব মিলিয়ে হতাশা আর অভাবের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে।
তিনি আরও বলেন, মেয়ের মা আছিয়া বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
শেয়ার করুন