সুনামগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

সিলেট

বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন এবং তা ১৫ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নূল জাকেরীন, এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, সেলিম আহমদ, এড. মাসুক আলম, নাদীর আহমদ, এড. শেরেনুর আলী, আকবর আলী, আবুল কালাম আজাদ, আ ত ম মিছবাহ, যুগ্ম সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন, জুনেদ আহমদ, প্রচার সম্পাদক মইিন খান ময়না প্রমুখ।

পরে দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেনের নেতৃত্বে জেলা যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, তফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সুহেল মিয়া, জুয়েল মিয়া, শাহজাহান মিয়া, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক এ এস রিপন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোশারফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *