সুনামগঞ্জে শাপলা তোলার কথা বলে শিশুকে বলাৎকার, থানায় মামলা

সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১০ বছরের এক শিশুকে  বলাৎকারের অভিযোগে থানায় মামলা দয়ের করেছেন শিশুটির বাবা।

অভিযুক্ত হালিম মিয়া (২০) উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আলমপুর গ্রামের রইছ মিয়ার ছেলে।

ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (১৮ জুলাই) থানায় হাজির হয়ে শিশুটির বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার বাদী জানিয়েছেন, আমার ছেলে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।গত সোমবার দেড়টার দিকে হালিম মিয়া আমার ছেলেকে নৌকা দিয়ে শাপলা তোলার কথা বলে পাতকুড়া গ্রামের পেছনে হাসেররানি হাওরে নিয়ে যায়। শাপলা তোলা শেষ করে বাহাদুর চৌকিদারের বাড়ির পাশের কবরস্থানের ঝোপের আড়ালে মুখে হাত চেপে ধরে বলৎকার করে।তখন ছেলে গুরুতর জখম হয়ে চিৎকার করতে থাকে।পরে অভিযুক্ত হালিম নৌকায় করে আলমপুর গ্রামের আব্দুল হক মেম্বারের পুকুর পাড়ে আমার ছেলেকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

তাৎক্ষণিক শিশুটিকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত হালিমকে গ্রেফতারের ব্যাপারে আমাদের অভিযান চলমান আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *