সুনামগঞ্জে ছয় বছরের এক শিশু কন্যাকে নির্যাতনের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার অভিযুক্ত বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান সুনামগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার হালুয়ারগাঁওয়ে গত সোমবার দুপুরে ছয় বছরের এক কন্যা শিশুকে ডেকে নিয়ে প্রতিবেশী আব্দুল কাহার (৬০) ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে ধর্ষকের পুত্রবধূ এসে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার স্বাস্থ্যপরীক্ষা করা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর অভিযুক্ত আব্দুল কাহারকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযুক্ত বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান সুনামগঞ্জ থানার ওসি তদন্ত।
শেয়ার করুন