সুনামগঞ্জ আদালতে মাদক মামলায় ৭ বছর করে কারাদন্ড ভারতীয় তিন যুবকের

সুনামগঞ্জ

সেলিম মাহবুব, ছাতকঃ

মাদক মামলায় ভারতীয় তিন যুবককে সাত বছর করে কারাদন্ড দিয়েছে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত। অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা টেবলেট ব্যবসা ও পাচারের সময় দোয়ারাবাজার সীমান্ত থেকে র‌্যাবের একটি দল তাদের আটক করে। র‍্যাবের হাতে আটক ওই তিন যুবককে কারাদন্ডে দন্ডিত করা হয়। বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মহি উদ্দিন মুরাদ এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা ভারতের মেঘালয় রাজ্যের সাইপ্রাস থানার কালাটেক গ্রামের লিটন দাস (২৫), একই গ্রামের সুরঞ্জিত দাস (২৮) ও সাদব দাস (৩০)। মাদক মামলায় ৩ ভারতীয় যুবকদের কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি এড.সুহেল আহমদ। গত বছরের১৭ মার্চ সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৩ হাজার ৯শ’৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই ৩ ভারতীয় যুবককে আটক করে র‌্যাব ৯ এর সদস্যরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি প্রমানিত হওয়ায় এ মামলায় তাদের বিরুদ্ধে কারাদন্ড প্রদান করা হয়। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *