সুন্দরবনের করমজল সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

জাতীয়

শেখ রাসেল

বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবনের করমজল এলাকা থেকে ৬ দিন ধরে নিখোঁজ থাকা হিলটন নাথ নামক এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী) স্থানীয় জেলেদের খবরের সুত্র ধরে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (৮ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন খালে অবৈধ ভাবে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। ওই সময় বন বিভাগের অভিযানের পর থেকে হিলটন নাথ নামক একজেলে নিখোঁজ থাকার অভিযোগ করে তার স্বজনরা। এছাড়া তারা বন বিভাগের বিরুদ্ধে জেলের নির্যাতন করার অভিযোগ করেন । তবে তখন থেকে বন বিভাগের দাবী ছিলো অভিযানের সময় একজেলে নদীতে লাফদিয়ে পালিয়ে যায়। ৮ এপ্রিল আটক হওয়া তিন জেলেকে মামলা দায়ের শেষে আদালতে পাঠায় বন বিভাগ। ওই দিন থেকে নিখোঁজ হিলটন নাথ কে নদীতে খুঁজতে থাকে স্বজনরা। এর পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় করমজল সংলগ্ন নদীর চরে একটি লাশ দেখতে পায় জেলেরা। এর পর হিলটন নাথের স্বজনরা সেখানে গিয়ে লাশটি সনাক্ত করেন। হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, উদ্ধার হওয়া লাশটি তার ভাইয়ের সন্তান। গত ৮ এপ্রিল বন বিভাগের অভিযানের সময় নিখোঁজ হয় সে। উদ্ধার হওয়া হিলটন নাথ মোংলা চিলা ইউনিয়ের বাসিন্ধা ছিলেন। এদিকে জেলের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্য চরম উত্তেজনা দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *