⊄সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ২০ হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে পাশ-পারমিটবিহীন অবৈধ পথ দিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলারসহ তাদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
চাঁদপাইরেঞ্জের স্টেশনের অপারেশন কর্মকর্তা মো. আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে ট্রলারে পশুর নদীতে টহলের সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পান তারা। এ সময় ট্রলারটি নন্দবালা টহল ফাঁড়ির অফিস অতিক্রম করে নিচের দিকে যাওয়ার সময় আমরা তাদের থামার জন্য লাইট দিয়ে সংকেত দেই। এ সময় তারা ট্রলার না থামিয়ে দ্রুতগতিতে বনের গহীনের দিকে ছুটে যান।
একপর্যায়ে তাদের পিছু পিছু ধাওয়া করে ধানসিদ্ধির চরসংলগ্ন মাঝনদী থেকে তাদের ট্রলারটি এবং ট্রলারে থাকা ২০ শিকারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের ট্রলারটি তল্লাশি করে হরিণ শিকারের বেশ কিছু ফাঁদ জব্দ করা হয় বলেও জানান বন কর্মকর্তা আল আমিন।
পরে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি সংরক্ষিত সুন্দরবনে হরিণ ধরার ফাঁদের রশি নিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে যাওয়ার অপরাধে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে। তারা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান বন বিভাগের ওই কর্মকর্তা।