বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের মধ্যদিয়ে শেষ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লীগের। সুপার লীগে টেবিলের প্রথম আট দলের সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দুই দলকে বিশ্বকাপ খেলতে পার করতে হবে বাছাইপর্ব। সুপার লীগে বোলিংয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেট শিকারীর তালিকায় দুজনেই আছেন শীর্ষ দশে। ব্যাটিংয়ের সেরা দলে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়ে বোলারদের তালিকার ষষ্ঠস্থানে সাকিব। দুইবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট তার সেরা বোলিং ফিগার। মিরাজ ২২ ইনিংসে ৩০ উইকেট নিয়ে আছেন এই তালিকার নবমস্থানে।
ইনিংসে তিনবার চার উইকেট নেন এই অলরাউন্ডার। এই তালিকায় শীর্ষে অজি স্পিনার অ্যাডাম জাম্পা। তার ১৮ ম্যাচে ১৮ ইনিংসে শিকার ৪১ উইকেট। তিনবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট তার সেরা বোলিং। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন ৪০ উইকেট নিয়ে আছেন দুই নম্বরে। ৩৪ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে তারই স্বদেশী পেসার আলজারি জোসেফ। ব্যাটিংয়ে সুপার লীগে বাংলাদেশে জার্সিতে সবচেয়ে বেশি সফল অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। ৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ- সেঞ্চুরিতে ৭৮৩ রান নিয়ে তালিকার সপ্তম স্থানে আছেন তামিম। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৭ বলে ১১২ রান টাইগার অধিনায়কের সর্বোচ্চ সংগ্রহ। ১০ নম্বরে থাকা মুশফিকের সংগ্রহ ২১ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ৭৫৫ রান। ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের ইনিংস তার সর্বোচ্চ। ২১ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৪৫৪ রান নিয়ে এই তালিকার শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ২০২১ সালের ইংল্যান্ডের ১৫৮ রানের ইনিংস এই ডানহাতি ব্যাটারের সর্বোচ্চ। আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারলেও ব্যাট হাতে দারুন সফল হ্যারি টেক্টর। ২৪ ম্যাচের ২৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৬২ রান নিয়ে তালিকার দুই নম্বরে তিনি। সুপার লীগে দলীয় সাফল্যে বাংলাদেশ বেশ সফল। টেবিলের তিন নম্বরে থেকে লীগ শেষ করে টাইগাররা। ২৪ ম্যাচে ১৫ জয়ে ১৫৫ পয়েন্ট তামিম ইকবালের দলের। ইংল্যান্ডেরও সমান ১৫৫ পয়েন্ট তবে রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে তারা। ১৭৫ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। চারে থাকা ভারতের পয়েন্ত ১৩৯ আর ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান।
শেয়ার করুন