বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সিলেট ৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবকে সফল করতে হলে আগামী দিনে এমন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে যারা নৈতিকতায় উত্তীর্ণ এবং অন্যদিকে রাষ্ট্রক্ষমতা পরিচালনার জন্য যোগ্য।
তিনি বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে তার সৌজন্যে সিলেটের সাংবাদিকদের সম্মানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সুবিচার প্রতিষ্ঠা করতে হলে সমাজ থেকে দুর্নীতি নির্মুল করতে হবে। তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়। জামায়াতে ইসলামী তাকওয়ার ভিত্তিতে দল পরিচালনা করার চেষ্টা করে। তাই জামায়াতের নেতৃবৃন্দ যখন মন্ত্রী ছিলেন তাদের কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। আগামীতে যদি জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে একটি দুর্নীতিমুক্ত দক্ষ রাষ্ট্র উপহার দেবে। তিনি এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সেক্রেটারি হাফিজ নজমুল ইসলামের সভাপতিত্বে এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের যৌথ সঞ্চালনায় এসময় সেলিম উদ্দিন সিলেটের রাজনীতির সোনালী অতীত তুলে ধরে বলেন, একসময় জাতীয় রাজনীতিতে সিলেটিরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তারা ছিলেন জাতীয় নেতা। জাতীয় পর্যায়ে নেতৃত্ব না পৌঁছালে এলাকার জন্য অনেক কিছু করার সুযোগ থাকে না। বর্তমানে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সিলেটি নেতার অভাব। এক্ষেত্রে জামায়াতে ইসলামী আমীর সিলেটের কৃতী সন্তান ডা. শফিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন জামায়াতে ইসলামীতে কেন্দ্রীয়ভাবে সিলেটী নেতৃত্ব ভূমিকা রাখছেন। এতে জাতীয় পর্যায়ে সিলেটের কথা তাদের মাধ্যমে যেতে পারছে। এসময় তিনি অন্যান্য দলের প্রতিও জাতীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান এবং জাতীয় নেতৃত্ব যে দলেরই থাকুক তিনি এলাকার সম্পদ বলে অভিহিত করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত এর ব্যুরো চীফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহিত চৌধুরী, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সেক্রেটারী সাকিব আহমদ মিঠু প্রমুখ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাক এর চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চীফ হুমায়ুন রশীদ চৌধুরী, বাংলাদেশ বেতারের সিলেট মহানগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম,এ,হান্নান, দৈনিক নিউনেশন’র সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, সিনিয়র সাংবাদিক নাজমুল হক পাবেল,দেশ টিভির সিলেট ব্যুরোচীফ খালেদ আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম,দৈনিক সমকাল এর সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, দৈনিক সংবাদ’র সিলেট প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক বাংলা বাজার ও সারাবাংলা ডটকম’র সিলেট ব্যুরো চীফ জুলফিকার তাজুল, বাসস’র জেলা সংবাদদাতা শোয়াইবুল ইসলাম, একাত্তর টিভির সিলেট ব্যুরো চীফ আবদুল মুহিত দিদার, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, দৈনিক নয়াদিগন্ত’র বিয়ানীবাজার সংবাদদাতা তোফায়েল আহমেদ, দৈনিক নয়াদিগন্ত’র মাল্টিমিডিয়া সংবাদদাতা মহসিন রনি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী, ক্যাম্পাস নিউজ ডটকম’র সিলেট প্রতিনিধি ডিএইচ মান্না, নয়া দিগন্ত’র ওসমানীনগর সংবাদদাতা মুহিব হাসানসহ প্রিন্ট মিডিয়া, অনলাইন ও টিভি মিডিয়ার প্রায় দেড়শো সাংবাদিক।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান