সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব’

সিলেট

সোহাগ বাংলা টিভি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাহে রমাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাদ্বাধান মাস ত্বাকওয়া অর্জনের মাস, এই মাসের ফযিলত অর্জনের জন্য সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

বক্তারা বলেন, গরীব ও সুবিধা বঞ্চিত মানুষদের অবহেলা না করে তাঁদের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব।
বুধবার (২২ মার্চ) নগরীর নবাব রোডস্থ সোহাগ বাংলা টিভির কার্যালয়ে অনুষ্ঠিত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সোহাগ বাংলা টিভির পরিচালক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোহাগ আহমেদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সেক্রেটারী রিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল্লাহ আল মেহেদী, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন (সাবু), সহ সাংগঠনিক সম্পাদক আলম আহমদ, প্রচার সম্পাদক ইয়াছিন আহমদ (ফুরুৎ) ধর্ম বিষয়ক সম্পাদক জালালী হুসেন, সিনিয়র সদস্য আলম মিয়া, সদস্য ফারুক মিয়া প্রমুখ।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *