সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেট

সিলেট মহানগরের তালতলা ভিআইপি রোডে সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে মারা গেছেন বুরহান উদ্দিন নামে এক যুবক।

তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখায় কর্মরত ছিলেন।

তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মো. আব্দুল মজিদের ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আনুমানিক সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সুরমা টাওয়ারের সামনে থেকে এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্তে পাঠায়।

জানা গেছে, তিনি সিলেটের সুরমা মার্কেটের ১৩ তলায় একটি মেসে একা থাকতেন। আজ তিনি কর্মক্ষেত্রে যাওয়ার কথা থাকলেও সেখানে ছিলেন অনুপস্থিত।

নিহত বুরহান উদ্দিনের প্রিন্স বুরহান নামের ফেসবুক টাইমলাইনে দেখা যায় আজ সকালে দেওয়া একটি স্ট্যাটাস। যেখানে তিনি লেখেন, জীবনে চলার পথে কারো সাথে খারাপ ব্যবহার অন্যায় করে থাকলেন মাফ করবেন। দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি আর পারছি না।

সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *