সুস্ঠ ভোট হলে জনগণ বিএনপিকেই বিজয়ী করবে-বিশ্বনাথে লুনা

সিলেট

ফারুক আহমদ(স্টাফ রিপোর্টার):

বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিঁখোজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেন, বন্যার্তদের পাশে নেই জনবিচ্ছিন্ন সরকার ও সরকারি দলীয় লোকজন। আওয়ামী লীগে ভোট ডাকাতি করে কিংবা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেই তারা বন্যার্তদের জন্য কোন বরাদ্ধ দেয় না। অথচ ১৫ বছর ধরে সরকারের বাইরে থাকার পরও বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। নিজেদের সাধ্যমতো মানুষকে সহযোগীতা করে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাই সুষ্ঠ ভোট হলে জনগণ বিএনপিকে বিজয়ী করে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন। এতে মানুষও আবার নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি (দৌলতপুর, দেওকলস ও দশঘর) ইউনিয়নের প্রায় ৬ শতাধিক বন্যার্তদের মাঝে দেশ ও প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।

দেওকলস ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায়, দশঘর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি তকদ্দুছ আলীর সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম সাজনের পরিচালনায়, দৌলতপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি ঈসমাইল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আরব খানের পরিচালনায় পৃথক ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোর শুরুতে কোরআন তেলাওয়াত করেন দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলু মিয়া, দশঘর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মজনু মিয়া, দৌলতপুর ইউনিয়নের হাসরাজির গ্রামের মুরব্বী মাওলানা আছাব আলী।

পৃথক অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, পৌর বিএনপির শামসুল ইসলাম, মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, সৌদি বিএনপির সহ সভাপতি ফয়েজ আলম তালুকদার।

অনুষ্ঠানগুলোতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কদর আলী, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাসমত আলী, প্রশিক্ষণ সম্পাদক ফরিদ মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সেবুল, বিএনপির নেতা জসিম উদ্দিন জুনেদ, জাকারিয়া শিকদার,  জয়নাল আবেদীন, আক্তার হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, কার্যনির্বাহী সদস্য লিলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, সোহাগ আহমদ চন্দন, আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, শাহ লিলু, দেওকলস ইউনিয়ন যুবদলের সভাপতি আফিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, আশিক আলী, আসক আলী, সুলতান খান, শাহ টিপু, সৌরভ আহমদ লাকী, আব্দুর রহমান, শাহরিয়ার নাজিম, শাহ ছনি, এমরান আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, আলম খান, আক্তার হোসেন, আব্দুস সালাম জুনেদ, আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলী, দেওকলস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ছাত্রদল নেতা জাকির হোসেন, সৌরভ আহমদ, তারেক আহমদ, জুবেল মিয়া, নজরুল ইসলাম, ইমন আহমদ, রায়হান মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *