নতুন প্রেমে মজেছেন সাবেক ভারতীয় বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথাআইপিএলের সাবেক কর্মকর্তা ললিত মোদি এবং বিশ্বসুন্দরীর প্রেম নিয়ে সরগরম বলিপাড়া।
তবে সুস্মিতা সেন ও তার প্রেম নিয়ে আলোচনা এই প্রথম নয়। ১৬ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সাথে প্রেম, তার পর বিচ্ছেদ- সবটাই ছিল খবরের শিরোনামে। বেশ কিছু দিন একসাথেও ছিলেন তারা। ডিসেম্বরের শেষে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সুস্মিতা।
অনেকেই ভেবেছিলেন, রোহমনের সাথে বিচ্ছেদের পর এই মুহূর্তে আর হয়তো নতুন কোনো সম্পর্কে জড়াবেন না বিশ্বসুন্দরী। কিন্তু সে সব ভাবনা এখন অতীত। আপাতত ললিত-প্রেমে ডুবে মিস সেন।
কিন্তু একটাই প্রশ্ন উঠে আসছে বার বার, তবে সুস্মিতা-রোহমানের বিচ্ছেদের নেপথ্যে কি রয়েছেন সাবেক আইপিএল-কর্তা?
পুরনো টুইট ঘেঁটে অনেকেরই ধারণা, ২০১৩ সাল থেকেই সুস্মিতার সাথে যোগাযোগ ছিল ললিতের। যে কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহমান-সুস্মিতা।তবে মুম্বইয়ের এক সংবাদ সংস্থার প্রতিবেদন বলছে অন্য কথা। তাদের মতে, রোহমনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ললিতের সাথে কোনো ঘনিষ্ঠতা তৈরি হয়নি। রোহমনের সাথে বিচ্ছেদের পরই পরস্পরকে ডেট করা শুরু করেন তারা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
শেয়ার করুন