সেবক হয়েই মানুষের সেবা করতে চাই রাজা হয়ে নয় -বিশ্বনাথে এমপি মোকাব্বির

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সবাইকে সমান ভাবে জনগণের প্রাপ্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মী হিসেবে বরাদ্ধ দিলে নিজের সততা থাকবে না। তাই আমি নিজে কখনও তা করি না। আমি জনগণের সেবক হয়েই মানুষের সেবা করতে চাই, রাজা হয়ে নই। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে না পারলে জনপ্রতিনিধি হয়ে কি লাভ? রাষ্ট্রের মালিক জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির প্রধান কাজ, তাদের প্রাপ্য কাঙ্খিত অধিকার বঞ্চিত করা নয়।

তিনি শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের মনোকুপা গ্রামে ‘মনোকুপা হইতে লালটেক জামে মসজিদ পর্যন্ত সড়ক’ পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

গ্রামের মুরব্বী তোয়াহিদ আলীর সভাপতিত্বে ও সংগঠক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, প্রবাসী কমিউনিটি নেতা রফিক মিয়া, সংগঠক খলিলুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন আলা উদ্দিন।
সভা শেষে এলাকার কিছু গরীব-অসহায় পরিবারের সদস্যদের মাঝে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *