সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া, বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা

সিলেট

চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী সোমবার (৫ মে) সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, চিকিৎসক ডা. জোবায়দা রহমান।

বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে ওইদিন সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থেকে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

নেতৃদ্বয়ের প্রত্যাশা, এই গণজোয়ার হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ জনশক্তির প্রতিফলন, যা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচনায় সহায়ক হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *