আজ (৫ নভেম্বর) ইসলামি দল ওলামা মাশায়েখ বাংলাদেশ-এর ডাকা মহাসম্মেলন উপলক্ষ্যে হাজার হাজার ইসলামি নেতা ও তাদের অনুসারীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। ইসলামের শিক্ষার বিস্তার এবং ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসম্মেলন শেষ হওয়ার নির্ধারিত সময় দুপুর ১টা।
এই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে শীর্ষ ইসলামি নেতারা একত্রিত হয়েছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন।
এর আগে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল নয়টায় এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রয়াত মওলানা জুবায়ের উল হাসানের সমর্থকরা তাবলিগ জামাতের বিশিষ্ট ব্যক্তিত্ব দিল্লির মওলানা মুহাম্মদ সাদ আল কান্ধলভির বিরুদ্ধে এই মহাসম্মেলন আয়োজন করেছেন।
অনুষ্ঠানে ইসলামি নেতারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামি নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
তারা দাবি করেন, বিশ্ব ইজতেমা একবারেই অনুষ্ঠিত হতে হবে, দুই পর্বে নয়।
শেয়ার করুন