সৌদিআরবে দুই যুবকের উপর হামলা,ছিনতাই করে পলাতক হামলাকারীরা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের নগর গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে রাহেল আহমদ  ও রাসেল আহমদ সৌদিআরবে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে তাদের কাছ থেকে ১০ হাজার রিয়াল যা বাংলাদেশী টাকায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

গতকাল ২৭এপ্রিল,২০২৩ইং(বৃহস্পতিবার) রাত সৌদি আরবের রিয়াদ আল খালিছ ১০নং রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সৌদিআরবে পুলিশ প্রশাসন মামলা নিয়েছে এবং আসামিদের পুলিশ খুঁজছে।ভুক্তভোগীরা বর্তমানে গুরুতর আহত হয়ে সৌদিআরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২০২২ সালের এপ্রিল মাসে সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০ জন লোককে সৌদিআরবের কোম্পানির ভিসার পলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে আত্মসাৎ করে অভিযুক্ত রাহেল আহমদ।তারমধ্যে সবাই বাংলাদেশ থেকে তার দেওয়া ভিসায় সৌদিআরব গিয়ে একজনই এই কোম্পানি খুঁজে পাননি।রাহেল আহমেদের সাথে তাদের চুক্তি ছিল সে তার খরচে আকামা লাগিয়ে দিবে কিন্তু সে তাদের কাছে থেকে ২ হাজার রিয়াল (বাংলাদেশী টাকায় ৬৫ হাজার টাকা) নিয়ে মাত্র ৩ মাসের আকামা লাগিয়ে দেয়।তার কথা অনুযায়ী ভুক্তভোগী কাউকে কোন কাজ দেয়নি আকামার খরচও দেয়নি।তারা গত একমাস থেকে কয়েকজন কাজকর্ম ছাড়া বেকার রয়েছেন,আকামার মেয়াদও নেই।তাই তারা ঐ দেশে অবস্থানরত বাংলাদেশী প্রভাবশালী কয়েকজনকে বিষয়টি অবগত করে রাহেল আহমদের বিরুদ্ধে বিচার ডেকেছেন।সে বিসয়টি জানার গত ২৭ এপ্রিল,২০২৩ইং (বৃহস্পতিবার) সাথে সাথে  এরমধ্যে ২ জনকে ফোন দিয়ে বলেছে তার কাছে দুইজন যাওয়ার জন্য সে সমাধান দিবে।তারাও বিষয়টি না বুঝে সরলতার সাথে কাউকে না বলে দুইজন একা গিয়েছেন তার বাসায়, তাৎক্ষণিক রাহেল আহমদ ও তার ভাই রাসেল আহমদ মিলে তাদের দুজনকেই ধারালো অস্ত্র দ্বারা হামলা চালিয়ে গুরুতর জখম করে তাদের পকেটে থাকা ১০ হাজার রিয়াল ছিনতাই করে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, সে আমাদের ৩০ জনের সাথেই শুরু থেকে প্রতারনা করে আসছে। সে যদিও আমাদের পার্শবর্তী এলাকার তাই আমরা তাকে বিশ্বাস করে টাকা দিয়েছি।কিন্তু সে আমাদের সাথে প্রতারনা করে আমাদের সকল আশা ভরসা ভঙ্গ করে দিলো।তাকে বিশ্বাসের কারনেই আজ আমাদের দুইভাই হাসপাতালে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন রয়েছেন।আমরা দেখে আসছি বর্তমানে তাদের শারিরীক অবস্থা খুবই খারাপ।রাহেল আহমদ ও রাসেল আহমদের বিরুদ্ধে রিয়াদ থানায় মামলা হয়েছে, অপরাধীদের সৌদিআরবের পুলিশ প্রশাসন খুঁজছে।আপনারাও কেউ দেশে বিদেশে তাদের সন্ধান জানলে আমাদের এবং প্রশাসনকে জানাবেন।আমরা সবাই এই হিংস্র লোকটির উপযুক্ত বিচার চাই।

পরিশেষে, এই নিরীহ লোকদের হামলাকারী,প্রতারক ও ছিনতাইকারীদের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আহতদের পরিবার ও ভুক্তভোগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *