বনেফেকটরস এসোসিয়েশন ইন মক্কা আল-মোকারম এর এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ হারুন আল রাশিদ এর বাংলাদেশ আগমন উপলক্ষে তাকে সংবর্ধিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
শুক্রবার (৬ জানুয়ারি) রাতে সিলেট স্টেশন ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হারুন আল রাশিদকে ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, হুমায়ুন ইসলাম কামাল, রবিন পাল, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মোস্তাক আহমদ পলাশ, সেলিম আহমদ সেলিম, শাহ আসাদুজ্জামান আসাদ, নাজলু চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসিনা চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ রহমান, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, রশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
শেয়ার করুন