সৌদি আরবে শিলাবৃষ্টি হয়েছে

বিশ্ব

মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের শিলাবৃষ্টি! আশ্চর্য হওয়ার মত ঘটনাই ঘটেছে। দেশটির বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এই বৃষ্টি আলোচনারও জন্ম দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা। স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করা একাধিক ভিডিওতে দেখো গেছে, লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।

স্টর্ম সেন্টারের টুইট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুজন লোক সেই বৃষ্টিতে নেমে উচ্ছ্বাস করছেন, শিলার টুকরোগুলো সংগ্রহ করে ক্যামেরার সামনে তুলে ধরছেন।

মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই বিরল। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম। তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে।

গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *