সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে জাপানী উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ অংশিদারিত্বে স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক পাইলট প্রকল্পের প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব, লোকাল ডিসেষ্টার রিস্ক রিডাক্সন প্ল্যান(এলডিআরআরপি) শীর্ষক প্রকল্পের পরিচালক নিশিন্ত কুমার পোদ্দার। উপজেলা নিবাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা বিমল কান্তি কুড়িঁর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জাইকার এক্সপার্ট টিমের লোকাল ডিআরআর প্লানিং স্পেশালিষ্ট হেনা মোস্তাফা কামাল, জিআইএস প্রকৌশলী রাকিবুল ইসলাম, কনসালটেন্ড টিম লিডার কিওটাকা ওয়াদা, জাইকার প্রতিনিধি ইউকি টমিটা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, এড. সুফি আলম সুহেল, আব্দুল হক প্রমুখ।##
শেয়ার করুন