স্থান নিয়ে জটিলতা এড়াতে একদিন এগোল সিলেটে বিএনপির সমাবেশ

সিলেট

এইচএসসি পরীক্ষা কারনে স্থান নিয়ে জটিলতা এড়াতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ একদিল এগোনো হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে এই সমাবেশ ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানানো হয়।

নগরের আলীয়া মাদ্রাসা মাঠে ২০ নভেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে এইচএসসি পরীক্ষার কারনে আজ থেকে আলীয়া মাদ্রাসা এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে সিলেট মহানগর পুলিশ।

পুলিশের এই বিজ্ঞপ্তির পর সমাবেশের স্থান নিয়ে শংকা দেখা দেয়। এরমধ্যে সংবাদ সম্মেলন করে সমাবেশ একদিন এগিয়ে আনার ঘোষণা দেয়া হলো। ১৯ নভেম্বর এইচএসসির কোন পরীক্ষা নেই।

রোববার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত  সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সমাবেশের তারিখ পরিবর্তনের তথ্য জানিয়ে বলেন, দেশের অন্যান্য বিভাগের মত সকল বাঁধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।

তিনি বলেন, ২০ নভেম্বর সমাবেশ হবার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর এটি নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *