স্বদেশ প্রত্যাবর্তনে শুভেচ্ছা বিনিময়ে কামরুল আলম

সিলেট

রাসেল আহমদ:

যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের কার্যকরী পরিষদের
উদ্যোগে মিডল্যান্ড আওয়ালীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল আলম দুলাল ২০ জুলাই স্বপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিনিময় ১৮ জুলাই শনিবার
যুক্তরাজ্যস্থ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভাপতি হিফজুর রহমান খান, সহ-সভাপতি গাভরু মিয়া, সহ-সভাপতি ওয়াসিমুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, কামরুল আলম দুলাল অনেক দিন পর নাড়ীরটানে বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামে যাচ্ছেন। নিরাপদে পরিবার পরিজন নিয়ে তিনি যাতে জন্মভূমি বাংলাদেশ সফর শেষে আমাদের মাঝে আবার ফিরে আসেন এই দোয়া কামনা করেন।

কামরুল আলম দুলাল জানান, তিনি প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি তার অগাদ ভালোবাসা ও টান রয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণে নিবেদিত এক মানবতার ফেরীওয়ালা। তিনি প্রবাসে থেকেও দেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্মকান্ডের সাথে নিবীড়ভাবে জড়িত রয়েছেন।
তিনি দেশে আসার পর কয়েকটি সামাজিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *