স্বাধীনতার ৫২ বছরেও সার্বজনীন স্বাস্থ্যসেবা থেকে অনেকেই বঞ্চিত -এডভোকেট জুবায়ের

সিলেট

২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গৌরবময় স্বাধীনতা অর্জনের ৫২ বছরে আমরা কিছুক্ষেত্রে যেমন এগিয়েছি আবার অনেক ক্ষেত্রে পিছিয়েছি। স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার হলেও সেই অধিকার থেকে অনেক হতদরিদ্র মানুষ আজ বঞ্চিত। এর মূল কারণ হলো আইনের শাসন না থাকা, ইনসাফ না থাকা। মূল কথা হচ্ছে ইনসাফভিত্তিক সমাজ ছাড়া সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াত সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, স্বাধীনতার প্রকৃত স্বাদ জাতির দোরগোড়ায় পৌছে দিতে চায়। ক্ষমতার সার্থে রাজনৈতিক প্রতিহিংসাকে ব্যবহার করে আদর্শবাদী কাফেলাকে দমিয়ে রাখা যাবেনা। দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকায় হতদরিদ্র মানুষের জন্য অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানী আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আব্দুল জলিল নজরুল ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী সাকিব ইসলাম জায়েদ, জামায়াত নেতা রফিকুল ইসলাম লিংকন ও হাফিজ মাওলানা মুহিবুর রহমান প্রমূখ।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক টীমের মাধ্যমে শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *