ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে রোববার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব।
এর পূর্বে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’ বিশ্বনাথ জোনাল অফিস, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিয়ার ল্যাবরেটরি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।