বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। বাংলা মায়ের এই বীরদের আজীবন জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
তিনি শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবির সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শরীফ মাহমুদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি
শেয়ার করুন