স্বেচ্ছাসেবক দল নেতার বাসা থেকে পেট্রোল বোমা উদ্ধার

জাতীয়

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ শাহ রনির বাসা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় বাসা থেকে এটি উদ্ধার করা হয়। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড তেজগাঁও কমিটির সদস্য।

আরিফ শাহ রনি জানান, আজ সকালে বাড়ি সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। সেখানে লাল কাপড় দিয়ে মোড়ানো ৫টি পেপসি কোলার কাচের বোতল সদৃশ্য বস্তু দেখতে পাই। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে অবগত করলে তারা সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। আমাকে ফাঁসানোর জন্য স্থানীয় আওয়ামীলীগের দোসররা এই ষড়যন্ত্র করেছে।

রণির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুঁটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। যা কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানিনা। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড কমিটির সদস্য। সে ঈদে বাড়ি এসেছে। আওয়ামী লীগের লোকজন রনি বা বিএনপিকে বিতর্কিত করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাতে সৈয়দপুরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফ্যাসিস্টরা ফায়দা নিতে পারে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *