স্মার্ট বাংলাদেশ নির্মাণের মূল ভিত্তি ডিজিটাল সংযোগ: প্রধানমন্ত্রী

জাতীয়

দেশের সব শিল্পাঞ্চল ফাইভ-জি কানেকটিভিটি বা সংযোগের আওতায় আসবে। ডিজিটাল সংযোগ হবে স্মার্ট বাংলাদেশ নির্মাণের মূল ভিত্তি; এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, এ লক্ষ্যে সরকার দেশের সব ইউনিয়নকে ডিজিটাল সংযোগের আওতায় এনেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন উপলক্ষ্যে ডিডিও বার্তায় এ কথা বলেন তিনি। আরও বললেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। যেখানে সব নাগরিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হবে। সমগ্র অর্থনীতি পরিচালিত হবে স্মার্ট সিস্টেমে।

ভিডিও বার্তায় ডিজিটাল সংযোগের গুরুত্ব তুলে ধরেন সরকারপ্রধান। বলেন, এর ভিত্তিতেই স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ তৈরি হবে। ডিজিটাল পণ্য বাংলাদেশে বিনিয়োগ সহায়ক হওয়ার পাশাপাশি রফতানি বৃদ্ধিতে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি। সে লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

তিন দিনের এই আয়োজনে এবারের প্রতিপাদ্য, ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’। মেলায় প্যাভিলিয়নে বিগ ডেটা, এন্টারপ্রাইজ সল্যুশন, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। দেশি-বিদেশি কোম্পানিগুলো তাদের তৈরি সফটওয়্যার ও সেবা উপস্থাপন করছে। টেলিকম অপারেটরগুলো তাদের ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা দেখাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *