ব্যানার ছিঁড়ার ঘটনায় গত ২৪ অক্টোবর রাতে সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড আখ্যা’ এবং সাধারণ শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার মিথ্যা ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠেছে সিকৃবি ক্যাম্পাস। শিক্ষার্থীরা আজ রবিবার (২৭ অক্টোবর) থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন।
জানা
গেছে, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেইটে ব্যানার লাগায় ছাত্রদল। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কে বা কারা ব্যানার ছিড়ে ফেলে। এ ঘটনার জেরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বৃহস্পতিবার রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনের সময় চেয়ে সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। শিক্ষার্থীদের দাবি, সেই আশ্বাসের বরখেলাপ করে শনিবার (২৬ অক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থকার মিথ্যা ট্যাগ দিয়ে রেজিস্টার এর বরাদ দিয়ে বিবৃতি দেওয়া হয়। প্রশাসনের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে সকল সাধারণ শিক্ষার্থী শনিবার দিবাগত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সাড়া পাওয়া যায়নি বলে নাম প্রকাশ না করে একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রার ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ও সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সকল সাধারণ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে ২৭ এ অক্টোবর থেকে সকল ক্লাস, পরীক্ষা বর্জন করবে।
আজ রবিবার সকাল ৯ টা থেকে সকল সাধারণ শিক্ষার্থী ফ্যাকাল্টির সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শেয়ার করুন