সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ আবু জাফর নোমান অবসর গ্রহণে সংবর্ধনা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দরসগাহ বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান’র অবসর গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ মার্চ) দুপুর ২ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গনে সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আয়োজনে মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমানকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট- ৫ আসনের সংসদ সদস্য আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান।
এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী।

মাদরাসার (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান এর সভাপতিত্বে, আরবি প্রভাষক মাওলানা হাফিজ শফিকুল ইসলাম ও সহকারি শিক্ষক (খন্ডকালীন) মাওলানা শামিম আহমদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষধের ডীন প্রফেসর ড. মাওলানা রইছ উদ্দিন, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামছুদ্দোহা, সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, সিলেট জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, চান্দাইরপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্জ নেছার আহমদ, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো..কবির হোসেন ধলা মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, আলীনুর হোসেন বিপ্লব (প্রভাষক বাংলা), বুরাইয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খয়ের মুহাম্মদ নুমান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান শাহীদুল মুরছালিন, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুফিনগর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ নজির আহমদ হেলাল, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মোস্তফা হোসেন, ইবতেদায়ী প্রধান মাওলানা মুহাম্মদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার নব নিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ছালেহ আহমদ বেতকুনী।
বক্তব্য রাখেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান সিরাজী, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক শিক্ষার্থী আব্দুল বাছির আল মাছুম, সাহেদ আহমদ, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ দায়িত্বশীল মাওলানা নাজমুল হক নসিব, মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আব্দুল ওয়াহাব, জহুর উদ্দিন, মুহাম্মদ ইউসুফ খান, ইমরান আহমদ, লায়েক আহমদ সোহাগ, রেদ্বওয়ান আহমদ চৌধুরী, রোহান আহমদ, ফিদাউর রহমান মিনহাজ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন শিক্ষার্থী হাফিজ আবু সুফিয়ান মাছুম ও শাহ আনহার হোসেন, হামদ নাত ও মর্সিয়া পরিবেশন করেন আল হুসাইন মুনশিদ গ্রুপের সদস্যবৃন্দ।
এসময় সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আত্বহার, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, সৎপুর কামিল মাদরাসার গভর্নিংবডির সহ সভাপতি মাওলানা আ.ফ.ম. আব্দুল্লাহ, রাখালগঞ্জ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, হলিয়ার পাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ, খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন আল ফারুক, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, সুনামগঞ্জ দ্বীনী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলীনূর হোসেন, সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা গোলাম মওলা, কুরুয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আক্তার আলী, সিংগের কাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীল মাওলানা আতাউর রহমান আতা, এলাহাবাদ আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হরমুজ আলী, সৎপুর কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. বিল্লাল হুসেন, প্রভাষক ইসলামের ইতিহাস মো. হাবিবুর রহমান, প্রভাষক আরবি মাওলানা তাজুল ইসলাম, মো. আব্দুর রহমান, সুফিনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সহ- সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সহ-সুপার হাফিজ ছয়ফুল আলম, ৭ নং ওয়ার্ডের মেম্বার ও মাদরাসার গভর্নিংবডির বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক এনাম, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফয়ছল আহমদ, গভর্নিংবডির অভিভাবক সদস্য আতাউর রহমান, সোনাফর আলী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাফিজ ইয়াহিয়া, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মিসবাহুদ্দীন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইবতেদায়ী শিক্ষক মাওলানা আ.ফ.ম. ছলমান, সুলাইমান হোসেন, মাওলানা হাবিবুর রহমান, এখলাছুর রহমান খন্ডকালীন শিক্ষক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল হক সহ বিভিন্ন মাদরাসা, কলেজ ও স্কুলের প্রধানগণ এলাকার মুরব্বিয়ান, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *