সৎপুর মাদরাসায় দারুল কিরাতের সমাপনী অনুষ্টান ও পুরস্কার বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা শাখার চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাহফিল অনুষ্টিত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বাদ যুহর মাদরাসার কনফারেন্স হলরুমে শাখার সহকারী মাওলানা শামীম আহমদ ও মুহাম্মদ ইউসুফ খানের যৌথ সঞ্চালনায় শুরু হওয়া মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাবে জামাতের শিক্ষার্থী জামিল আহমদ জাকারিয়া, নাতে রাসূল স. পরিবেশন করেন সহকারী ক্বারী জাকির হোসাইন।

শাখার সভাপতি পীর মাওলানা আবুল ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ ছাহেবের সভাপতিত্বে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেব।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন শাখার প্রধানক্বারী ও সৎপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, শাখার সহকারী ক্বারী ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, দারুল কিরাত প্রধান কেন্দ্রের মুহতারাম উস্তায ও মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, শাখার সহকারী ক্বারী ও এলাহাবাদ আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হরমুজ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ক্বারী ও ভূরকী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ ফয়জুল হক, সহকারী ক্বারী মো. আব্দুল হাদী, দারুল কিরাত পরিচালনা কমিটির সদস্য জনাব সোনাফর আলী, শুভানুধ্যায়ী বিশিষ্ট মুরব্বি জমির আলী, জনাব আব্দুন নূর, জনাব জমির আলী, এওলারপাড় গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মমশির আলী, সহকারী ক্বারী মো. আব্দুল লতিফ, ক্বারী লায়েক আহমদ, ক্বারী ইমরান আহমদ, ক্বারী জহুর উদ্দিন, ক্বারী দিলোয়ার হোসেন, হুসাইনিয়া ছাত্র সংসদের দায়িত্বশীল সাইদুর রহমান তালুকদার, মিজানুর রহমান রায়হান, জাকারিয়া আহমদ নাদিম, হাসান আহমদ প্রমূখ।

উল্লেখ্য যে, মহান বদর দিবস উপলক্ষে আয়োজিত জামাতে সূরা থেকে খামিছ (মহিলা ছাদীছ) পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মর্সিয়া, তাজবীদ প্রতিযোগীতা ও চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *