সৎপুর মাদরাসার ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান আগামী বছরের ১ লা মার্চ

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান আগামী ১ লা মার্চ ২০২৩ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে।

সে উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল ১১ টায় মাদরাসায় দিন ব্যাপি ৭৫ বছরপূর্তি বাস্তবায়ন পরিষদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৭৫ বছরপূর্তি বাস্তবায়ন পরিষদের আহবায়ক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে ও সদস্যসচিব উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ’কের জেনারেল সেক্রেটারী মাওলানা রফিক আহমদ, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, এলাহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ হুসাইন, সৎপুর মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, কালারুখা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মোহাম্মদিয়া দাখিল মাদরাসা টিবিগেইট সিলেটের সুপার মাওলানা সৈয়দ কুতুবুল আলম, কালারুখা লতিফিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, শাহ সুফী মোজাম্মিল আলী রহ. দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, হযরত চান্দুশাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, সৎপুর মাদরাসার ইবতেদায়ী ক্বারী মাওলানা হাবিবুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মাওলানা মো. জামাল উদ্দিন, সাংবাদিক মাওলানা ফারুক আহমদ, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, সিংচাপইর আলিম মাদরাসার সহ-গ্রন্থাগারিক মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা রইছ উদ্দিন, হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা কয়েছ আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা বদরুল ইসলাম, ইউসুফ আলী খান প্রমুখ।

উল্লেখ্যঃ ইতিমধ্যে ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *