স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র পক্ষ থেকে জেলার প্রাচীনতম দ্বীনি দরসগাহ এতিহ্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ২ টায় মাদরাসার কনফারেন্স হলরুমে ২০২৪ খ্রিঃ অত্র প্রতিষ্টান থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র প্রধান পৃষ্টপোষক ও যুক্তরাজ্য প্রবাসী স্হানীয় ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. আজিজুর রহমান এর নিজস্ব অর্থায়নে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রভাষক (বাংলা) মো. আলীনূর হোসাইন বিপ্লব, এডুকেশন সাপোর্ট টিমের সদস্য মো. শাহাব উদ্দিন মিজান।
এসময় লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিমের সদস্য তারেকুল ইসলাম, মাহবুব হাসান, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমুখ উপস্হিত ছিলেন।